YouVersion Logo
Search Icon

১ বংশাবলি ১৬

১৬
1 পরে লোকেরা ঈশ্বরের সিন্দুক ভিতরে আনিয়া, দায়ূদ তাহার জন্য যে তাম্বু স্থাপন করিয়াছিলেন, তাহার মধ্যে রাখিল, এবং ঈশ্বরের সম্মুখে হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিল। 2 আর দায়ূদ হোমবলি ও মঙ্গলার্থক বলির উৎসর্গ সাঙ্গ করিবার পর সদাপ্রভুর নামে লোকদিগকে আশীর্বাদ করিলেন। 3 আর সমস্ত ইস্রায়েলের মধ্যে প্রত্যেক পুরুষকে ও প্রত্যেক স্ত্রীলোককে এক একখানি রুটি ও এক এক ভাগ [অন্য খাদ্য] ও এক একখানি দ্রাক্ষাপিষ্টক দিলেন।
4 পরে তিনি সদাপ্রভুর সিন্দুকের সম্মুখে পরিচর্যা করিতে, এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে স্মরণ করিতে তাঁহার স্তবগান ও প্রশংসা করিতে লেবীয়দের কয়েক জনকে নিযুক্ত করিলেন; 5 আসফ অধ্যক্ষ, দ্বিতীয় সখরিয়, অপর যিয়ীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, মত্তিথিয়, ইলীয়াব, বনায়, ওবেদ-ইদোম ও যিয়ীয়েল ঈশ্বরের নিয়ম-সিন্দুকের সম্মুখে নেবল ও বীণা, আসফ উচ্চধ্বনির করতল, 6 আর বনায় ও যহসীয়েল, এই দুই জন যাজক নিত্য তূরী বাজাইতেন।
7 আর সেই দিন দায়ূদ সদাপ্রভুর উদ্দেশে স্তবগান করিবার ভার আসফের ও তাঁহার ভ্রাতাদের হস্তে প্রথমে সমর্পণ করিলেন।
ঈশ্বরের প্রশংসার্থক গীত
8 সদাপ্রভুর স্তব কর, তাঁহার নামে ডাক,
জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল জানাও।
9 তাঁহার উদ্দেশে গীত গাও, তাঁহার প্রশংসা গান কর।
তাঁহার আশ্চর্য কর্ম সকল ধ্যান কর।
10 তাঁহার পবিত্র নামের শ্লাঘা কর;
সদাপ্রভুর অন্বেষীদের চিত্ত আনন্দ করুক।
11 সদাপ্রভুর ও তাঁহার শক্তির অনুসন্ধান কর,
নিয়ত তাঁহার শ্রীমুখের অন্বেষণ কর।
12 স্মরণ কর তাঁহার কৃত আশ্চর্য কর্ম সকল,
তাঁহার অদ্ভুত লক্ষণ ও তাঁহার মুখের শাসন সকল;
13 তোমরা ত তাঁহার দাস ইস্রায়েলের বংশ,
তোমরা যাকোব-সন্তান, তাঁহার মনোনীত লোক।
14 তিনি আমাদের ঈশ্বর, সদাপ্রভু,
তাঁহার শাসন সকল সমস্ত পৃথিবীতে বিদ্যমান।
15 তোমরা তাঁহার নিয়ম অনন্তকাল স্মরণ করিও,
সেই বাক্য তিনি সহস্র পুরুষপরমপরার প্রতি আদেশ করিয়াছেন।
16 সেই নিয়ম তিনি অব্রাহামের সহিত করিলেন,
সেই শপথ ইস্‌হাকের কাছে করিলেন;
17 তিনি তাহা যাকোবের জন্য বিধি বলিয়া,
ইস্রায়েলের জন্য অনন্তকালীন নিয়ম বলিয়া দাঁড় করাইয়াছিলেন;
18 তিনি কহিলেন, আমি তোমাকে কনান দেশ দিব,
তাহাই তোমাদের নির্ণীত অধিকার;
19 তৎকালে তোমরা সংখ্যাতে অধিক ছিলে না,
অল্পই ছিলে, এবং তথায় প্রবাসী ছিলে।
20 তাহারা এক জাতি হইতে অন্য জাতির নিকটে,
এক রাজ্য হইতে অন্য লোকবৃন্দের নিকটে বেড়াইত।
21 তিনি কোন মনুষ্যকে তাহাদের প্রতি উপদ্রব করিতে দিতেন না,
বরং তাহাদের জন্য রাজগণকেও অনুযোগ করিতেন,
22 “আমার অভিষিক্ত ব্যক্তিগণকে স্পর্শ করিও না,
আমার ভাববাদিগণের অপকার করিও না।”
23 সমস্ত ভুবন! সদাপ্রভুর উদ্দেশে গীত গাও,
দিন দিন তাঁহার পরিত্রাণ ঘোষণা কর।
24 প্রচার কর জাতিগণের মধ্যে তাঁহার গৌরব,
সমস্ত লোক-সমাজে তাঁহার আশ্চর্য কর্ম সকল।
25 কেননা সদাপ্রভু মহান ও অতি কীর্তনীয়,
তিনি সমস্ত দেবতা অপেক্ষা ভয়ার্হ।
26 কেননা জাতিগণের সমস্ত দেবতা অবস্তুমাত্র,
কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডলের নির্মাতা।
27 প্রভা ও প্রতাপ তাঁহার অগ্রবর্তী,
শক্তি ও আনন্দ তাঁহার বাসস্থানে বিদ্যমান।
28 জাতিগণের গোষ্ঠী সকল! সদাপ্রভুর কীর্তন কর,
সদাপ্রভুর গৌরব ও শক্তি কীর্তন কর।
29 সদাপ্রভুর নামের গৌরব কীর্তন কর,
নৈবেদ্য সঙ্গে লইয়া তাঁহার সম্মুখে আইস,
পবিত্র শোভায় সদাপ্রভুকে প্রণিপাত কর।
30 সমস্ত ভুবন! তাঁহার সাক্ষাতে কম্পমান হও;
জগৎও সুস্থির, তাহা বিচলিত হইবে না।
31 আকাশমণ্ডল আনন্দ করুক,
পৃথিবী উল্লসিত হউক; লোকে জাতিগণের মধ্যে বলুক,
সদাপ্রভু রাজত্ব করিতেছেন।
32 সমুদ্র ও তন্মধ্যস্থ সকলে গর্জন করুক,
ক্ষেত্র ও ক্ষেত্রস্থ সকলই উল্লসিত হউক।
33 তখন বনের বৃক্ষ সকল সদাপ্রভুর সাক্ষাতে আনন্দে গান করিবে;
কেননা তিনি পৃথিবীর বিচার করিতে আসিতেছেন।
34 সদাপ্রভুর স্তব কর, কেননা তিনি মঙ্গলময়,
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
35 তোমরা বল, হে আমাদের ত্রাণেশ্বর, ত্রাণ কর,
আমাদিগকে সংগ্রহ কর, জাতিগণ হইতে উদ্ধার কর,
যেন আমরা তোমার পবিত্র নামের স্তব করি,
যেন তোমার প্রশংসায় জয়ধ্বনি করি।
36 ধন্য হউন সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর,
অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত।
পরে সকল লোক কহিল, আমেন, আর সদাপ্রভুর প্রশংসা করিল।
37 আর দিন দিন যেমন প্রয়োজন, তেমনি সিন্দুকের সম্মুখে নিয়ত পরিচর্যা করণার্থে তিনি আসফকে ও তাঁহার ভ্রাতৃগণকে সদাপ্রভুর নিয়ম সিন্দুকের সম্মুখে রাখিলেন। 38 ওবেদ-ইদোম ও তাঁহাদের আটষট্টি জন ভ্রাতা এবং যিদূথূনের পুত্র ওবেদ-ইদোম ও হোষা দ্বারপাল হইলেন। 39 আর তিনি সাদোক যাজককে ও তাঁহার যাজক-ভ্রাতৃগণকে গিবিয়োনস্থ উচ্চস্থলীতে সদাপ্রভুর আবাসের সম্মুখে রাখিলেন, 40 যেন তাঁহারা হোমবেদির উপরে সদাপ্রভুর উদ্দেশে নিয়ত প্রাতঃকালে ও সন্ধ্যাকালে হোমবলি উৎসর্গ করেন, এবং সদাপ্রভু ইস্রায়েলকে যে ব্যবস্থা আদেশ করিয়াছিলেন, তাহাতে লিখিত সমস্ত কথানুসারে কার্য করেন। 41 আর তিনি হেমনকে ও যিদূথূনকে এবং আর যে মনোনীত লোকদের নাম লিখিত হইল, তাহাদিগকে উঁহাদের সঙ্গে রাখিলেন, যেন তাঁহারা সদাপ্রভুর স্তবগান করেন, কেননা তাঁহার দয়া অনন্তকালস্থায়ী। 42 আর উচ্চধ্বনির নিমিত্ত তূরী ও করতাল এবং ঈশ্বরীয় সঙ্গীতের নিমিত্ত বাদ্যযন্ত্র বাজাইতে হেমন ও যিদূথূন উহাদের সঙ্গী, এবং যিদূথূনের পুত্রগণ দ্বারপাল হইলেন। 43 পরে সমস্ত লোক আপন আপন গৃহে প্রস্থান করিল; এবং দায়ূদ আপন পরিজনদিগকে আশীর্বাদ করণার্থে ফিরিয়া আসিলেন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy